স্পেন যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ৩শ’ জন নিখোঁজ

রবিউল ইসলাম
১০ জুলাই ২০২৩

অর্থ উপার্জনের স্বার্থে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমান। নিম্ন আয়ের দেশগুলোর মানুষ কষ্ট করে হলেও ইউরোপের দেশে যেতে চেষ্টা করেন। সাগর-নদী-বন পাড়ি দিয়ে পৌঁছে যান কাঙ্খিত দেশে। কিন্তু অনেক সময় না ফেরার দেশে পাড়ি জমাতে হয়।

 

রোববার আফ্রিকার দেশ সেনেগাল থেকে ইউরোপের দেশ স্পেনে যাওয়ার পথে পৃথক নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩০০ জন নিখোঁজ হয়েছেন। আটলান্টিক মহাসাগরে স্পেনের মালিকানাধীন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছ থেকে নৌকা তিনটি ডুবে যায়। খবর আল জাজিরার।

 

দুটি নৌকা ১৫ দিন আগে সেনেগাল থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায় বলে জানিয়েছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস। তারা জানিয়েছে, নৌকা দুটির একটিতে ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।

 

ওয়াকিং বর্ডার্সের কর্মকর্তা হেলেনা মালেনো বলেছেন, ‘গত ২৭ জুন তৃতীয় আরেকটি নৌকা প্রায় ২০০ জন অভিবানপ্রত্যাশী নিয়ে সেনেগাল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে যারা গিয়েছিলেন, তাদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করে আর কোনো সাড়া পাননি।’

 

তিনটি নৌকাই সেনেগালের কাফুন্টাইন থেকে যাত্রা শুরু করেছিল বলেও জানান তিনি। তিনি জানান, সেনেগালের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ জন মানুষ তিনটি নৌকায় করে দেশ ছেড়েছিলেন। তারা সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণেই দেশ ছেড়েছিলেন।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর