তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইইউর সঙ্গে আলোচনা হয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৩

null

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ- এর কোনো উদ্বেগ নেই। একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি চায় তারা।

সোমবার (১০ জুলাই) সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এর আগে রাজধানী ঢাকায় সচিবালয়ে ঢাকায়নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইইউকে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই সংবিধান মেনে নির্বাচন হবে এ দেশে।

নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো বাধা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, পর্যবেক্ষক কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। ভিয়েনা কনভেনশনের আওতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর