null
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ- এর কোনো উদ্বেগ নেই। একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি চায় তারা।
সোমবার (১০ জুলাই) সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এর আগে রাজধানী ঢাকায় সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইইউকে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই সংবিধান মেনে নির্বাচন হবে এ দেশে।
নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো বাধা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, পর্যবেক্ষক ও কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। ভিয়েনা কনভেনশনের আওতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
বিডি/আর/এমকে