সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ছবি
সরকার তার মনমতো আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করেনি, ইসির চাহিদা অনুযায়ীই সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সঙ্গে এটাও বলেছেন, কেবল যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেগুলো বন্ধ করতে দেওয়ায় কমিশনের ক্ষমতা খর্ব হয়নি।
সোমবার (১০ জুলাই) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ইসির ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী গেজেট প্রকাশের সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।
সিইসি বলেন, তাদের চাহিদা অনুসারে আরপিও সংশোধন করে সরকার তার সদিচ্ছার প্রমাণ দিয়েছে। অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধের বিধান রেখে আরপিও সংশোধন যৌক্তিক। কমিশন কখনোই তার ক্ষমতা কমানোর প্রস্তাব করতে পারে না- যোগ করেন কাজী হাবিবুল আউয়াল।
বিডি/এন/এমকে