পাকিস্তানে মাদক পাচারে ব্যবহার হচ্ছে ড্রোন
পাকিস্তানের লাহোরে মাদক পাচরকালে বিধ্বস্ত হয়েছে একটি ড্রোন। ড্রোনে থাকা মাদকের মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। খবর দ্যা ডনের।
লাহোর পুলিশ জানিয়েছে, খানা শহরের হাল্লুকি এলাকার রসুলপুরা গ্রামে ড্রোনটি বিধ্বস্ত হয়।
খানা পুলিশ স্টেশনের হাউস অফিসার আব্দুল ওয়াহিদ বলেছেন, ‘ড্রোনটি স্বাভাবিক আকারের চেয়ে অনেকটাই বড় ছিলো। সেখানে প্রায় ৬ কেজি হেরোইন ছিল। ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর প্রথমে গ্রামবাসী সেটিকে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।
ড্রোনে থাকা হেরোইনের মূল্য ১০ লাখ টাকারও বেশি উল্লেখ করে তিনি বলেন, এগুলো উদ্ধার করে অ্যান্টি-নারকোটিকস ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে। যাতে তারা এ বিষয়ে বিস্তারিত তদন্ত করতে পারে। বিশেষ করে ড্রোনটি কোত্থেকে আসছিল এবং কোনদিকে যাচ্ছিলো
সাম্প্রতিক সময়ে ড্রোন দিয়ে মাদক পাচারের ঘটনা বেড়েছে। ড্রোন দিয়ে সীমান্তের অপর পার থেকে সহজেই মাদক পাচার করে আনছে মাদক কারবারীরা। চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানে সীমান্তবর্তী এলাকার নারোওয়ালের পুলিশ ড্রোনের মাধ্যমে আন্তঃসীমান্ত হেরোইন পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছিল।
আরআই