ভারতে ৬ হাজার কেজি ওজনের আস্ত সেতু চুরি

রবি
১০ জুলাই ২০২৩

৬ হাজার কেজি ওজনের আস্ত সেতু চুরি

ভারতের মুম্বাইয়ে আস্ত একটি সেতু চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। চুরি হয়ে যাওয়া ওই সেতুটি ৯০ ফুট দীর্ঘ। আর ওজনে ৬ হাজার কেজিরও বেশি।


বিদ্যুৎ সঞ্চালন লাইন সরবরাহের জন্য মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি নালার ওপর লোহার ওই সেতুটি নির্মাণ করা হয়েছিল। খবর এনডিটিভির।


পুলিশ জানায়, নালার ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয়। কিন্তু পরে অস্থায়ী সেতুটির কোনো হদিস পাওয়া যায় না। এর প্রেক্ষিতে ২৬ জুন নির্মাতা প্রতিষ্ঠান থানায় একটি অভিযোগ করে। 


অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত আরম্ভ করে। সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের আটক করা হয়েছে।


চোর দল লোহা কেটে ছয় হাজার কেজি ওজনের সেতুটি চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।



বাঙ্গুর নগর থানা পুলিশ জানায়, বৈদ্যুতিক তার পার করার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় নালার ওপর ৯০ ফুট লম্বা ওই লোহার সেতু তৈরি করা হয়েছিল।


আরআই


মন্তব্য
জেলার খবর