মন্তব্য
চোখ বন্ধ অবস্থায় মাত্র ৫৮ সেকেন্ডে ১৫৫ ফুট পর্বত থেকে নিচে নেমে বিশ্বরেকর্ড গড়লেন মুথামিল সেলভি।
এরই মধ্যে ইউনিকো (UNICO) ওয়ার্ল্ড বুকে নাম নথিভুক্ত হয়েছে সেলভির।
৩২ বছর বয়সী সেলভি কাঞ্চিপরম তামিলনাড়ুর মালাইপাট্টু গ্রামের ১৫৫ ফুট উঁচু পাহাড় থেকে চোখ বন্ধ অবস্থায় নিচে নেমে আসেন।
সংবাদ প্রতিদিন