ছেলের বরযাত্রার দিনে বিদ্যুতায়িত হয়ে মায়ের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১০ জুলাই ২০২৩

null

বর সাজানো বাবাহারা ছেলে উজ্জল দাসকে আশির্বাদ করে সন্ধ্যার দিকে স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে কনের বাড়িতে পাঠালেন ফুলমতি রবিদাস। এরপর রাত দশটার দিকে শোবার ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

রোববার (৯ জুলাই) হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে।

ফুলমতি রবিদাসের বয়স পঞ্চাশের উপরে। তিনি ওই গ্রামের মৃত অনন্ত রবিদাসের স্ত্রী। অনেকদিন হচ্ছে অনন্ত রবিদাস মারা গেছেন।

এলাকাবাসী জানায়, বিদ্যুতায়িত হওয়ার পরে তাকে তড়িঘরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছেলের বরযাত্রার দিনে এমন দুর্ঘটনায় ওই নারীর স্বজন-প্রতিবেশিসহ স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


বিডি/সি/সি/এমকে




মন্তব্য
জেলার খবর