শেষ ম্যাচেও বাংলাদেশকে হারাতে চায় আফগানিস্তান

রবি
১০ জুলাই ২০২৩

ঘরের মাঠে ওয়ানডেতে দারুণ শক্তিশালী বাংলাদেশ। অস্ট্রেলিয়-ভারতের মতো দেশকেও নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই দলই এক ম্যাচ বাকী থাকতে সিরিজ খুইয়েছে। দ্বিতীয় শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ, যা ছিল অপ্রত্যাশিত।


শেষ ম্যাচেও টাইগারদের হারিয়ে ধবলধোলাই করতে চায় আফগানিস্তান। ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছে তারা।


আফগান হেড কোচ জনাথন ট্রট বলেন, ‘এটাও গুরুত্বপূর্ণ যে, পরের ম্যাচে আমরা যেন মনোযোগ দেই। আমরা এমনিতে খুব বেশি ভেঙে পড়ি না, খুব বেশি উত্তেজিতও হই না। এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে উন্নতি করতে চাইলে এখানেই আমরা তৃপ্ত হতে পারি না। এরকম প্রতিযোগিতায়ও টুর্নামেন্টে জিততে হয় এবং সেই জয়ের ধারা ধরে রাখতে হয়। একটা সিরিজ জিতেই রিল্যাক্স করা যায় না। ধরে রাখতে হয়। আমাদের সামনে তাই চ্যালেঞ্জ হলো- আজকের মতো পারফরম্যান্স ধরে রাখা। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং ৩-০ করতে পারব।'

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর