প্রেমিকার জন্য হাজার কোটি টাকা রেখে গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী

রবি
১০ জুলাই ২০২৩

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ২০২৩ সালের ১২ জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ৩৩ বয়সী প্রেমিকার জন্য বিপুল সম্পদ রেখে গেছেন। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায়  ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকা (১০ কোটি ইউরো)।


বারলুস কোনির ৩৩ বছর বয়সী ওই প্রেমিকার নাম মার্টা ফ্যাসিনা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


সিলভিও বারলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। ২০১১ সাল পর্যন্ত টানা চারবার সরকারে ছিলেন। মৃত্যুকালে তার যে সম্পদ ছিল, তার মূল্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭১ হাজার কোটি টাকা।


গার্ডিয়ান জানিয়েছে, ২০২০ সালে ফ্যাসিনার সাথে পরিচয় হয় বারলুসকোনির। পরিচয় থেকে পরিণয় হতে বেশি সময় লাগেনি। তারা বিয়ে করেননি। তবে মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে স্ত্রী বলে ডেকেছিলেন তিনি।


ফ্যাসিনা নিজেও রাজনীতি করেন। ২০১৮ সালের নির্বাচনে ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য হন। রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি হিসেবে রয়েছেন। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।


১৯৩৬ সালে বারলুসকোনি ইতালির মিলানে জন্মগ্রহণ করেন। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রেতা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে রাজনীতিতে যোগ দেন।


এক সময় তিনি ইতালির প্রভাবশালী নেতায় পরিণত হন। এবং নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন।


আরআই


মন্তব্য
জেলার খবর