ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দাদী-নাতির মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১০ জুলাই ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে দাদী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতি জান্নাত আক্তার () মারা গেছে। সোমবার (১০ জুলাই) দুপুরে বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে দূর্ঘটনা ঘটে।

শাহেরা খাতুন ওই গ্রামের মেসর উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বড়হিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভূঞা।

জানা যায়, বেলা ১১ টার দিকে নিজেদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় তারা। এরপর থেকে তাদের খোঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে ওই বৃদ্ধার আরেক নাতি জাকির মিয়া পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভাসতে দেখে চিৎকার দেয়। এরপর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 এদিকে দাদি-নাতির এক সঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক ওমর ফারুক রাজু জানান,পানিতে ডুবে ওই গ্রামের দু’জনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত  ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর