ভাইয়ের হাতে ভাইয়ের কবজি বিচ্ছিন্ন, গ্রেফতার অভিযুক্ত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১০ জুলাই ২০২৩

অভিযুক্ত মকবুল- ছবি প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সহোদর বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্ন ও নাড়িভূড়ি বের হওয়ার ঘটনায় বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার থেকে মামলা হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়।

বেগুন গাছের চারা রোপণকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ওপর দা দিয়ে হামলা করে বড় ভাই। রোববার বিকালে উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টান মলামারি এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মরিচারচর গ্রামের টান মলামারি এলাকার মৃত শাহেদ আলী ছেলে মকবুল বিল্লাল হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রোববার বাড়ির আঙ্গিনায় বেগুন গাছের চারা রোপণকে কেন্দ্র করে এ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।

এদিকে আহত ছোট ভাইকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মকবুলকে আটক করা হয়। ঘটনায় মামলা হওয়ার পরে মকবুলকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

 

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর