ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু

রবিউল ইসলাম
১১ জুলাই ২০২৩

টানা বৃষ্টিপাতের ফলে ভারতের হিমালয়ে অন্তত ১৮ জন মারা গেছেন। এছাড়া উত্তর প্রদেশে আরো ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

 

দুই সপ্তাহ ধরে চলা বৃষ্টিপাতের ফলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রাণহানি কমাতে মধ্যে নদীর ধারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এবারের বন্যায় এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসন। তারা জানিয়েছে, গত কয়েক দিনে অন্তত ৩৯ জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া গেছে। বন্ধ হয়ে গেছে রাজ্যের বেশিরভাগ সড়ক-মহাসড়ক। জারি রয়েছে রেড অ্যালার্ট।

 

রাজ্যজুড়ে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর