সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলতে আসছে মার্কিন প্রতিনিধি দল

রবিউল ইসলাম
১১ জুলাই ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্ব কুটনীতিতে আলোচনা কম হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন। এ সফরে তারা তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

 

স্থানীয় সময় সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার জানান, ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

 

বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবপাচারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর