অটোরিকশা-পিকআপ সংঘর্ষে হাঁস ব্যবসায়ীর প্রাণহানি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১১ জুলাই ২০২৩

পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে মল্লিক চাঁন (৫৫) নামের এক হাঁস ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকায় চাটমোহর জারদিস মোড়-মান্নাননগর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা  ঘটে।

 

মল্লিক চাঁন পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

 

মল্লিক চাঁনের ভাতিজা শহিদুল ইসলাম জানান,  চাটমোহর থেকে হাঁস বিক্রি শেষে অটোরিকশায় বাড়ি ফিরেছিলেন তার চাচা। পথে তাকে বহনকারী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। পিকআপটি মান্নান নগর থেকে চাটমোহরের দিকে যাচ্ছিল।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

 

বিডি/সি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর