নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারিতে বাবলু শেখ (৫৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে উভয়পক্ষ মিলে ছয় জন ।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে হান্দলা গ্রামের আবজাল শেখের ছেলে বাবলুর সঙ্গে তার চাচাতো ভাই রিপন শেখের বিরোধ চলছে।
মঙ্গলবার সকালে রিপনসহ তার লোকজন বিরোধ থাকা জমিতে তালগাছ কাটতে যান।
খবর পেয়ে বাবলু শেখসহ তার পরিবারের লোকজন সেই জমিতে যায়। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। বাবলু শেখসহ তার সহোদর তিন ভাই বিপ্লব, ছিরু ও আহাদ শেখকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ সময় রিপন শেখের পক্ষের তিনজন আহত হয়।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় বাবলু শেখসহ তার সহোদর তিন ভাইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি/ফরহাদ খান/সি/এমকে