মন্তব্য
১১ বছর আগে আগরি প্রদেশে ইয়াজিজি বাধ তৈরি করা হলে পূর্ব তুরস্কের আগরি প্রদেশের বাশচাভুশ গ্রামটি পানিতে তলিয়ে যায়। তবে গ্রামটির উঁচু উঁচু ভবন সক্ষম হয় পানির উপর মাথা জাগিয়ে রাখতে।
বরফে জমে যাওয়া লেক থেকে মাথা উঁচু করে দাঁড়ানো মসজিদের মিনার ভিন্নতর এক দৃশ্য তৈরি করে। এমনই এক দৃশ্য দেখতে ও ক্যামেরায় তা ধারণ করতে ভিড় করছেন পর্যটকরা।
ডেইলি সাবাহ