ইসির রোডম্যাপে ইইউ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৩

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ জেনে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা। আগামী ১৮ ১৯ জুলাই ইসির সঙ্গে আবারও বৈঠকের সময় নিয়েছে ইইউর টেকনিক্যাল টিম।

মঙ্গলবার (১১ জুলাই) ইসির সঙ্গে ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানী ঢাকার নির্বাচন কমিশন ভবনে এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলা বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও দু’জন কমিশনার কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি অংশ নেন।

ইসির অতিরিক্ত সচিব দেবনাথ জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল তাদের কাছে জানতে চেয়েছে- দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সক্ষম কি না? প্রস্তুতিটা কী জানতে চেয়েছে। কমিশন তাদের রোডম্যাপ  সম্পর্কে অবহিত করে।

পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে জানতে চাওয়া দলটিকে কমিশন বলেছে, ইচ্ছা মাফিক পর্যবেক্ষক পাঠাতে পারে, এর কোনো সীমাবদ্ধতা নেই। সেপ্টেম্বরের মধ্যে পর্যবেক্ষক  সংক্রান্ত আবেদনএলে সুবিধা হয়।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর