পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, এগিয়ে তৃণমূল

International
১১ জুলাই ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে। গণনার চার ঘন্টার ফলাফলে ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। ৮ জুলাই এ রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ (১১ জুলাই) ভোট গণনা চলছে।


বেলা ১২টা পর্যন্ত প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১ হাজার ২০৮টি পঞ্চায়েতে। তৃণমূলের পরেই রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। ২৮৮টি আসনে এগিয়ে রয়েছে তারা।

এছাড়া বামফ্রন্ট ১০৯, কংগ্রেস ১৩৬, আইএসএফ ১৪ এবং স্বতন্ত্র প্রার্থী ৪৩টি পঞ্চায়েতে এগিয়ে রয়েছেন।

 

পঞ্চায়েতের মোট আসন ৬ হাজার ৩২৯। প্রথম পর্যায়ে ভোট গণনা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের। এরপর গণনা হবে পঞ্চায়েত সমিতি এবং সবশেষ জেলা পরিষদের আসনের ফলাফল প্রকাশ করা হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর