লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার বলছে- বিরোধীদলকে বাধা দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সরকার ইচ্ছা করে বিরোধীদলকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নারী নেতৃত্ব অগ্রগতি শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন- সবাই চায় দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক। সরকারকে পদত্যাগ করার আহবান জানান এ সময় মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই। ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা। গণতন্ত্র নেই বলেই বিদেশিরা দেশে আসছে। আর তারা উদ্বেগ জানাচ্ছে বলেই সরকার বলছে- দেশে গণতন্ত্র আছে।
বিডি/আর/এমকে