সিলেটে বুধবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেফতারে দাবিতে ধর্মঘটটি ডেকেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (১১ জুলাই) সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলাম জানান, এ দুই দাবি বাস্তবায়নে দু’দিন ধরে সিলেট-তামাবিল সড়কে ধর্মঘট চলছে। কিন্তু এখনো দাবি বাস্তবায়ন না হওয়ায় পুরো সিলেট জেলায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বাসচাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনার সালিশ কমিটি। সড়কটিতে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি বাস্তবায়নে এ ঘোষণা দেয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে জৈন্তাপুরের বাসিন্দারা সিলেট-তামাবিল সড়কে বাস চলাচলে বাধা দেন। এ ঘটনায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠক করে ওই সড়কে সব ধরনের পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন।
বিডি/সি/এমকে