৮-১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৩

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে।  এক লিটারের বোতলজাতের ক্ষেত্রে ১০ টাকা আর লিটার প্রতি খোলাটার ক্ষেত্রে ৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দাম কমানোর কারণ বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দর কমেছে।

নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৩ টাকা কমিয়ে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭৩ টাকা, লিটারে টাকা কমিয়ে খোলা পাম তেল ১২৮ টাকা এবং ১২ টাকা কমিয়ে বোতলজাত পাম তেল ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর