মানুষের মতো সংবাদ পাঠ করে তাক লাগাল রোবট

রবি
১১ জুলাই ২০২৩

ভারতে ওড়িষ্যার বেসরকারি একটি টেলিভিশনে রোবট খবর পাঠ করে বিষ্ময় সৃষ্টি করেছে। লিসা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওই রোবটটিকে রোববার রাজ্যটির পুরাতন বেসরকারি টিভি চ্যানেল ওটিভিতে খবর পাঠ করতে দেওয়া হয়। 

 

এতো দিন রক্ত-মাংসের সংবাদ উপস্থাপক সংবাদ পাঠ করলেও রোবট লিসাকে এখন থেকে নিয়মিত খবর পাঠ করতে দেখা যাবে। লিসার খবর পাঠে দেশটি জুড়ে হইচই পড়ে গেছে।


সংবাদ পাঠের সময় লিসাকে পরানো হয় হ্যাণ্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজ। ক্যামেরার সামনে যখন লিসা খবর পাঠ করতে শুরু করেন, তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যান। মানুষের মতোই সাবলিলভাবে সংবাদ পাঠ করেন। তবে গলার আওয়াজের মধ্যে অবশ্য ধরা পড়ছিল কিছুটা যান্ত্রিকভাব। 


ওড়িষ্যা টেলিভিশন লিমিটেডের (ওটিভি) অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা এ রোবটের বিষেয় বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় বদলেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছে। সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে ওটিভি। 


এসময় নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যমে নতুন মাইলফলক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, আপাতত ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে লিসাকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।


আরআই


মন্তব্য
জেলার খবর