যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হয়েছেন। তার স্ত্রী
ক্যারি মঙ্গলবার বিষয়টি নিজেই জানিয়েছেন। এ নিয়ে মোট ৮ বার বাবা হলেন তিনি। এ নিয়ে
এ স্ত্রীর ঘরে বরিসের ৩টি সন্তানের জন্ম হলো। এ ছাড়া আর এক স্ত্রীর ঘরে চারটি সন্তান
ও বিবাহ বহির্ভুত একটি সন্তান রয়েছে। খবর এএফপির।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে ক্যারি লিখেছেন, ‘বিশ্বে স্বাগতম ফ্রাঙ্ক
আলফ্রেড ওডিসিয়াস জনসন। ৫ জুলাই সকাল ৯.১৫ মিনিটে তার জন্ম।’
শিশুর নাম প্রসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘আপনি কি অনুমান করতে পারেন আমার
স্বামী কোন নামটি বেছে নিয়েছেন?! আমি ঘুমন্ত শিশুদের প্রতি মিনিটে ভালোবাসি। আমার
বড় দুই সন্তানকে তাদের নতুন ভাইকে আনন্দ ও উত্তেজনার সঙ্গে আলিঙ্গন করতে দেখে বিস্ময়
হয়েছি। আমরা সবাই খুব খুশি।’
আরআই