নিজে থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রায় ৫ বছর পর ইউনেস্কোয় ফিরেছে যুক্তরাষ্ট্র।
আনুষ্ঠানিকভাবে এ ফেরার কথা মঙ্গলবার (১১ জুলাই) জানিয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে।
এর আগে গেল জুনের শুরুর দিকে ইউনেস্কোতে ফেরার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে এ কথা।
২০১৯ সালে পক্ষপাতিত্ব ও অব্যবস্থাপনার কারণে দেখিয়ে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউনেস্কোর মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের এ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে ইউনেস্কোর সক্ষমতা আরও শক্তিশালী হবে। চলতি মাসের শেষের দিকে প্যারিসে উচ্চপর্যায়ে কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠেয় সংস্থার স্বাগত অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওদিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩২টি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের পক্ষে আর ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রকে নিয়ে ইউনেস্কোর মোট সদস্য এখন ১৯৪টি।
বিডি/আই/এমকে