ইউক্রেনকে অস্ত্র সহায়তার দিয়ে ন্যাটো কেবল তৃতীয় বিশ্বযুদ্ধকে এগিয়ে আনছে বলে মনে করছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ।
তার দৃষ্টিতে, পুরোপুরি পাগল হয়ে যাওয়া পশ্চিমা বিশ্বের কী বা করার আছে এটা ছাড়া ।
ন্যাটো সম্মেলন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১১ জুলাই) এ কথা বলেন। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, এর পর আর কোনো পথ খোলা নেই। এগিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ।
ন্যাটোর এ সহায়তা রাশিয়াকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না। রাশিয়া তার বিশেষ সামরিক অভিযান আগের লক্ষ্য অর্জনেই কাজ করে যাবে, দৃঢ়তার সঙ্গে জানান সাবেক প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোট। কিন্তু অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিডি/আর/এমকে