উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দীর্ঘ বিরতির পর এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম রাত ১টার দিকে। এটা প্রায় ৭৪ মিনিট ধরে আকাশে উড়ে, কমপক্ষে ৬ হাজার কিলোমিটার উচ্চতা পাড়ি দেয়। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সাগরে পতিত হয়েছে।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। দক্ষিণ কোরিয়া, জাপানের কোস্ট গার্ড এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে সিউল এবং টোকিও ।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং-এর আশপাশের এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটা উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিডি/আ/এমকে