৫৬ ভোটকেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে এমপি টিটু'র মতবিনিময়

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
১২ জুলাই ২০২৩

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৫৬টি ভোটকেন্দ্রের আওয়ামী লীগের স্থানীয়  প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ সভা হয়। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে .লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দেলদুয়ার উপজেলা .লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ও বক্তব্য দেন- দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ-উজ্জামান খান প্রমুখ।  

সভায় ইউপি চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদকের পাশাপাশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিডি/ইউসুফ হোসেন লেনিন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর