টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৫৬টি ভোটকেন্দ্রের আওয়ামী লীগের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ সভা হয়। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ও আ.লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দেলদুয়ার উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ও বক্তব্য দেন- দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ-উজ্জামান খান প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদকের পাশাপাশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি/ইউসুফ হোসেন লেনিন/সি/এমকে