মন্তব্য
গত জুন মাসে সারা দেশে সংঘটিত ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৬ জন নিহত এবং ৮১২ জন আহত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
দেশের ৯টি দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্যের ভিত্তিতে এ সংখ্যা পেয়েছে সংগঠনটি।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, জুনে নিহতেদের মধ্যে ১১৪ শিশু ও ৭৮ নারী রয়েছে। বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালক ও আরোহী, ১৬৯ জন।
সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষতা, সাধারণ মানুষের ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।
বিডি/এন/এমকে