এবার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৩

বাণিজ্যমন্ত্রী- ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার।  এর মধ্যে পণ্য খাতে ৬২ বিলিয়ন ডলার, আর সেবা খাতে ১০ বিলিয়ন ডলার। এবারের লক্ষ্যমাত্রা সদ্যবিদায়ী অর্থবছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

বুধবার (১২ জুলাই) চলতি অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ঘোষণাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানী ঢাকার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, গতবছর গ্যাসের সঙ্কট ও দাম বৃদ্ধির পরও রফতানি আয়ে ভালো অর্জন হয়েছে। যদিও গতবছর লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, কিন্ত তার আগের বছরের চেয়ে বেশি অর্জন হয়েছে। বৈশ্বিক প্রতিকূলতার পরেও ভালো ফলাফল এসেছে।

 

মন্ত্রী টিপু মুনশির দেওয়া তথ্যমতে, গত অর্থবছরে দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়। এবারের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। গত অর্থবছরে নির্ধারিত ৫৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি সম্ভব হয়। প্রবৃদ্ধি অর্জিত হলেও লক্ষ্যমাত্রার চেয়ে আড়াই বিলিয়ন ডলার পিছিয়ে ছিল রফতানি আয়।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর