সাড়ে তিন কি.মি. ধাওয়া দিয়ে ধরে ট্রলার মালিককে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ জুলাই ২০২৩

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ঈশ্বরগঞ্জের এসিল্যান্ড মাহবুবুর রহমান

পালিয়ে যাওয়ার চেষ্টারত ট্রলারকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ ধাওয়া দিয়ে আটক করে ট্রলারটির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুলাই) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দন্ডিত ট্রলার মালিক হচ্ছে নান্দাইল উপজেলার চর লক্ষিদিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র তানজিল ইসলাম। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ট্রলারে থাকা বালু প্রকাশ্য নিলামে ২০ হাজার ৫শত টাকা বিক্রয় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের এসিল্যান্ড মাহবুবুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে লাটিয়ামারি বালুঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে কয়েকজন বালু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তানিজিলের ট্রলারটি। এদিকে ধাওয়া দিয়ে ধরার পর মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মাহবুবুর রহমান। অভিযানকালে রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকিরসহ থানা পুলিশ উপস্থিত ছিল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নদী রক্ষায় জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে


মন্তব্য
জেলার খবর