দু’দলেই এক দফা!

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৩

দেশে আগামী জাতীয় নির্বাচন ইস্যূতে রাজনৈতিক বড় দুই দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ- উভয়ই এক দফার ঘোষণা দিয়েছে। বুধবার (১২ জুলাই) রাজধানী ঢাকায় আলাদা সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইস্যূ এক হলেও দফার বিষয় আলাদা।  

বিএনপির সমাবেশ থেকে দলটির এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিল বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ; জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, জনগণের অর্থনৈতিক মুক্তির এক দফা ঘোষণা করছি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে দলটির সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। আমাদের এক দফা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। সংবিধান সম্মত নির্বাচন। এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি আমরা।

বিএনপি ও আওয়ামী লীগ এমন সময় সমাবেশ করলো, যখন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্বেক্ষক দল অবস্থান করছে ঢাকায়। একদিনে আওয়ামী লীগ ও বিএনপির এ সমাবেশ নিয়ে দেশের মানুষের মধ্যে কৌতুহলের পাশাপাশি রাজনৈতিক সহিংসতা সৃষ্টির এক ধরণের শঙ্কা ছিল। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে শঙ্কা বাস্তবে রূপ নিতে পারেনি।

এদিকে এক দফা দাবি আদায়ে সমাবেশ থেকেই দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রথম দিনের কর্মসূচি পালন করবে ১৮ জুলাই। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে পালিত হবে এ কর্মসূচি। ঢাকায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন হবে, গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত।

দ্বিতীয় দিনের কর্মসূচি ১৯ জুলাই, কেবল ঢাকা মহানগরীতে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

ওদিকে আওয়ামী লীগের সমাবেশ থেকে আওয়ামী লীগের এক দফার কথা তুলে ধরে ওবায়দুল কাদের তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো অপশক্তির সঙ্গে আপস করবেন না। যারা ১৫ই আগস্ট, জাতীয় চার নেতাকে হত্যা করেছে- তাদের সঙ্গে আপস করতে পারি না।

আওয়ামী লীগের সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী আর বিএনপির সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করেন।

 

বিডি/আর/এমকে

 


মন্তব্য
জেলার খবর