দীর্ঘ দশমাস কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ সাফ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল মেয়েরা। ওই টুর্নামেন্ট জয়ের সুখ স্মৃতি নিয়েই আজ মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বিকাল ৫টায় কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা।
মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। এশিয়ার সেরা এ ফুটবল দলের হেড কোচ পরিবর্তন হয়েছে। সাফজয়ী কোচ রাব্বানী ছোটন নেই। একারণে অনেকে ধারনা করছেন ঘাটতি আছে দলের পরিকল্পনাতে।
প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। যেখানে অভিজ্ঞ সাবিনা-মারিয়া মান্ডা-সানজিদার সঙ্গে আছেন নতুন ছয় জন। জ্বর ও পায়ে ব্যথার কারণে কৃষ্ণা ও মাসুরাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া সাফজয়ী দলের পাঁচ ফুটবলার নেই এই দলে।
আরআই