কুরআন অবমাননা, ইউরোপীয় দেশগুলোর সতর্ক হওয়ার আহ্বান জাতিসংঘের

রবি
১৩ জুলাই ২০২৩

পবিত্র কোরআন অবমাননার ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বুধবার এক বিশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়।


প্রস্তাবে সদস্য দেশগুলোকে কুরআন অবমাননার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে ইউরোপের দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়।


সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পর জাতিসংঘে বিশেষ বৈঠকের আহ্বান করে পাকিস্তান। দেশটির আহ্বানে সাড়া দেয় সংস্থাটি। মঙ্গলবার (১১ জুলাই) জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। বৈঠকে সদস্য দেশগুলোর প্রতি কোরআন অবমাননার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

 

এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে বিষয়টি তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানায় তারা। ফলে এদিন কোনাে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। 

 

আরও পড়ুন: কোরআন অবমাননার নিন্দা জানাতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর

 

বুধবার (১২ জুলাই) এক ভোটাভুটির মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রস্তাবটি পাস হয়।

চীন, পাকিস্তান ও বাংলাদেশসহ মোট ২৮টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মোট ১২টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া ভোটদানে বিরত ছিল ৭টি দেশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর