ভারতের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় পেয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। বিরোধীদের বড়সড় ধাক্কা দিয়েছে তৃণমূল। তবে নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
নির্বাচন কালিন সংঘর্ষ ও নিহতের জন্য সরাসরি বাম-বিজেপি-কংগ্রেসকে দায়ী করেছেন মমতা।
ভোট চলাকালীন সন্ত্রাসে নিহত ৪০ জনের পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। অন্যদিকে ভোটের ফল প্রত্যাখান করেছে বিজেপি।
প্রায় দুদিন ধরে ভোটের ফলাফল গণনা করা হয়েছে। রাজ্যটির ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ২ হাজার ৬৩৫টি পঞ্চায়েত এককভাবে জয় পেয়েছে। বিজেপি পেয়েছে মাত্র ২২২টি আসন। পঞ্চায়েত সমিতির ৩৪১ আসনের মধ্যে মমতার দল একাই জিতেছে ৩১৭টিতে। আর মোদীর দলের ভাগ্য জুটেছে মাত্র ৬টি।
বুধবার সন্ধ্যায় প্রায় এক ঘন্টার সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৭৩ হাজার বুথের মধ্যে ৫০ থেকে ৬০ বুথে ঝামেলা হয়েছে। বাকিগুলোতে শান্তিপুর্ণ হয়েছে। বিরোধী দল ও কিছু টেলিভিশন চ্যানেল ভোটের অশান্তির খবর রটিয়েছে। কিছু ব্যক্তি যারা টেলিভিশনের বসে সমালোচনা করেছেন, মমতা এদিন তাদের আঁতেল বলে আখ্যা দিয়েছেন।
তিনি আরো বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেটা না হলেও ভালো হতে। কিন্তু এসব জায়গায় বহু বছর ধরে ভোটে অশান্তি হয়।
আরআই