সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন বেড়েছে

১৭ জানুয়ারী ২০২২

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে দেখা গেছে  সূচকের মিশ্র প্রবণতা,  আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে, পরিমাণে  ২৬৩ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে  একই ধরণের চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৫১টির  এবং বাকি ৪৫টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স দুই দশমিক ৩৬ পয়েন্ট ও ডিএসইএস শূন্য দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে। বাকি ডিএস৩০ কমেছে- ১৭ দশমিক ৯৫ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ১৯ দশমিক ৫৯, ডিএসইএস এক হাজার ৫০২ ও ডিএস৩০ দুই হাজার ৫৯৮ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ৫০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ৮৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।  আর ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে আজিজ পাইপস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১৫টির এবং ৩৯টির দর অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫৪ দশমিক ৩৪ পয়েন্টে ও সিএএসপিআই ২১ দশমিক ৪৯ পয়েন্ট  বেড়ে ২০ হাজার ৫৬৭ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৪২ কোটি ৪৩ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ২৯ লাখ টাকার। এ হিসেবে  ১৪ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর