২শ' কোটির চাকরি ছেড়ে ২৮৯০ কোটির মালিক ইন্দ্রা

১৩ জুলাই ২০২৩

অদম্য ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব না। সেটাই করে দেখালেন ভারতের ইন্দ্রা নুয়ি। ছিলেন  পেপসিকোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। বেতন পেতেন ২০০ কোটি রুপি। সেই চাকরি ছেড়ে সিদ্ধান্ত নেন নিজে কোম্পনি খুলবেন 


যেই ভাবা সেই কাজ। খুলে ফেললেন নতুন কোম্পানি। আজ তিনি দুই হাজার ৮শ' কোটি রুপির মালিক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সময়িক পত্রিকা ফোর্বসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

উদ্যোমী এ নারীর পুরো নাম ইন্দ্রা কৃষ্ণমুর্থী নুয়ি। ১৯৫৫ সালের ২৮ অক্টোবর ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুর চেন্নাইয়ে (সেই সময় মাদ্রাজ) জন্মগ্রহণ করেন। বাবা-মা, দাদা-দাদি ও আরও দুই ভাই-বোনের সঙ্গে এক বড় পরিবারে বেড়ে ওঠেন। মা গৃহিনী আর বাবা ছিলেন ব্যাংক কর্মকর্তা।


ইন্দ্রা ১৯৭৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৭৮ সালে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

এরপর উচ্চতর পড়াশুনার জন্য ১৯৭৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্টে ভর্তি হন। ১৯৮০ সালে পাবলিক অ্যান্ড প্রাইভেট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টারস ডিগ্রি নেন।

 

ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ১৯৮০ সালে মাস্টারস ডিগ্রি সম্পন্ন করার পরই ইন্দ্রা মার্কিন ঠিকাদার কোম্পানি বুজ অ্যালেন হ্যামিল্টনে ইন্টার্নশিপ করেন। ইন্টার্নশিপ শেষে যুক্তরাষ্ট্রেই তার পেশাজীবন শুরু হয়। ১৯৮০ সালেই মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ-এ পরামর্শক হিসেবে যোগ দেন তিনি।

 

এরপর ইন্দ্রা মার্কিন বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলার ভাইস প্রেসিডেন্ট ও কের্পোরেট স্ট্রাটেজি অ্যান্ড প্লানিং বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য ও পানীয় কোম্পানি পেপসিকোয় যোগ দেন।

 

যোগদানের ১২ বছরের মাথায় ২০০৬ সালে তাকে কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) করা হয়। এর মধ্যদিয়ে পেপসিকোর ৪৪ বছরের ইতিহাসে পঞ্চম প্রধান নির্বাহী হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ২০০৭ সালে চেয়ারপার্সনের দায়িত্বও পান।

 

২০১৮ সালে সরে পেপসিকোর চাকরি ছেড়ে দেন। ওই সময় তার বার্ষিক বেতন ছিল ২০০ কোটি রুপি। 



জিও নিউজ/আরআই


মন্তব্য
জেলার খবর