সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৩

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতিকে সহায়তা করতেই নতুন ভিসা নীতি ঘোষণা করেছে দেশটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এক টুইটে এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়।

নির্বাচন প্রসঙ্গে আরও উজারা জেয়া আরও বলেন, নির্দিষ্ট কোনো দলের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই।

টুইটবার্তায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিচালন ব্যয় হিসেবে যুক্তরাষ্ট্র ৭৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর