মন্তব্য
তিস্তা ব্যারেজ- ফাইল ছবি
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির পানি প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এমন পরিস্থিতিতে পানির গতি নিয়ন্ত্রণে ব্যারাজটির সব গেট খুলে দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য বলছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড হয় ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলারসহ হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার তিস্তা অববাহিকার চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
বিডি/এন/এমকে