মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়নি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৩

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে  মানবাধিকার ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন।

আইনমন্ত্রী বলেন, বৈঠকে ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, তারা পরিষ্কারভাবেই বলেছেন- সব দেশেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

মন্ত্রী আনিসুল হক বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে তাদের জানানা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব ইউরোপীয় ইউনিয়নের টিমকে গতকাল যেভাবে বলেছে- অবাধ নিরপেক্ষ নির্বাচন করার দরকারি আইনি কাঠামো বাংলাদেশে আছে। যে আইনগুলো ব্যাপারে সহায়ক, সেগুলোর কথা উল্লেখ করেছি। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনটির সম্বন্ধেও তাদের অবহিত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর