ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগসহ  বিভিন্ন দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারকে প্রয়োজনের ভিত্তিতে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে টেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

মানবিক কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, বিদ্যুতায়িত হয়ে হতাহতের কারণে ক্ষতিগ্রস্ত হয় এসব পরিবার।

অনুষ্ঠানে ইউএনও হাফিজা জেসমিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদি হাসান, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও পৌর মেয়র আব্দুস ছাত্তার কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, হতাহতের কারণে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে লক্ষ ২০ হাজার টাকার চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের মাঝে ৬৬ বান্ডেল এবং এক পরিবারকে বান্ডেল টেউটিন বিতরণ করা হয়েছে।

 

বিডি/হুমায়ুন কবির/সি/এমকে


মন্তব্য
জেলার খবর