৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৯

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৩

null

দেশে প্রাণঘাতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫ জন মারা গেছে, ১ হাজার ২৩৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টার ডেঙ্গুর এমন পরিস্থিতির কথা বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর