দীর্ঘ দেড় বছর ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর শুরু থেকে অর্থ, অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করে আসছে আমেরিকা। যুদ্ধ থামানো নয়, রাশিয়ার কাছে নিজেদের শক্তি জানান দেওয়াই যেন মূল লক্ষ্য। বুধবার এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
তিনি বলেছেন, পশ্চিমা শক্তি মস্কোকে পরাজিত করার পরিকল্পনা বন্ধ না করা পর্যন্ত ইউক্রেন সংঘাতের অবসান হবে না।
পশ্চিমারা নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় মন্তব্য করে তিনি আরো বলেছেন, তাদের পুতুল কিয়েভের মাধ্যমে রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটাতে চায়। এসব বাদ না দিলে সংঘাত থামবে না।
জেলেনস্কিকে যুদ্ধ অব্যাহত রাখতে পশ্চিমারা চাপ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। আমরা দেখছি যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা কীভাবে ইউেক্রনকে ধারাবাহিকভাবে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে।
আরআই