করোনার এক বছর

শনাক্ত সাড়ে ৫ লক্ষাধিক, মৃত্যু ৮ হাজারের বেশি

০৯ মার্চ ২০২১

এক বছরে দেশে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৭৬ জন আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩ টি। বছরজুড়ে করোনা শনাক্তের হারের গড় ১৩ দশমিক ২৪। গত বছরের ৮ মার্চ তিন জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা প্রথম জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। 

গত ২৪ ঘণ্টায়  করোনা শনাক্ত হয়েছে ৮৪৫ জনের।  মৃত্যু হয়েছে ১৪ জন করোনা রোগীর। সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৮। 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬৬০টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৯৫৮টি।  মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন। সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। 


এমকে
 


মন্তব্য
জেলার খবর