৩৯০ আলোকবর্ষ দূরের ছবি প্রকাশ নাসার

রবি
১৩ জুলাই ২০২৩

মহাকাশের ছবি তুলতে অত্যাধুনিক প্রযুক্তির জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে আসছে আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এবার ৩৯০ আলোকবর্ষ দূরের ছবি ধারণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১২ জুলাই) নক্ষত্র সৃষ্টির নতুন একটি ছবিটি প্রকাশ করে নাসা। 



ছবিটিতে দেখা যাচ্ছে মহাজগতে লাল রঙের গ্যাসের ফিনকি ভেসে বেড়াচ্ছে। আর সঙ্গে আছে ধুলার এক উজ্জ্বল কুণ্ডলী।


রো অফিউচি নামের ক্লাউড কমপ্লেক্স থেকে ছবিগুলো তোলা হয়েছে। রো অফিউচি ক্লাউড কমপ্লেক্স হলো পৃথিবীর সবচেয়ে কাছের স্টেলার নার্সারি। এটি নতুন নতুন নক্ষত্র গঠনের স্থান হিসেবে পরিচিত।


নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, মাত্র এক বছরের মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাজগৎকে মানুষের চোখের সামনে ভাসিয়ে তুলতে পেরেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত ধূলিমেঘ ও আলো অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।


বিল নেলসন আরও বলেন, প্রতিটি নতুন ছবি মানে নতুন আবিষ্কার। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, যা এক সময় তারা কল্পনাও করেননি।


আরআই


মন্তব্য
জেলার খবর