ভারতে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

রবি
১৪ জুলাই ২০২৩

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের দেওয়া ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ দলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এ রান করতে গিয়ে ৪ উইকেট হারায় তারা। ফলে ৪ উইকেটের জয় পায় লাল-সবুজের মেয়েরা।  

বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ভারতের মেয়েরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করে ১০২ রান। সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক হারমানপ্রীতের ব্যাট থেকে।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা।

নিগার ফেরেন ১৪ রান করেই। তার আগে ৪৬ রানের জুটি গড়েন। তবে ক্রিজের অপর প্রান্ত আগলে ছিলেন শামীমা। ৪২ রান করে দলকে জয় সহজ করে ফেরেন।


তার বিদায়ের পর সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের ব্যাটে জয় নিশ্চত করে বাংলাদেশের মেয়েরা।


এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায়। ফেরেন স্মৃতি মান্দানা। এরপর শেফালিও দ্রুত ফিরেছেন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে অধিনায়ক ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি।


আরআই


মন্তব্য
জেলার খবর