মন্তব্য
টেস্টে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ওয়ানডের প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগার। শুরুটার মতো শেষটাও রাঙাতে চায় সাকিব বাহিনী। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাই যাযাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।