১৯১ বছরের রেকর্ড ভাঙলেন কামালা হ্যারিস

রবি
১৪ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার অর্জন করেছেন কামালা হ্যারিস। এটা পুরাতন কথা। তবে এবার ন এতটি রেকর্ডের মালকীন হলেন, যা যুক্তরাষ্ট্রে ১৯১ বছেরর ইতিহাসে কেবল একজনই তা করেছেন।


দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা মার্কিন সিনেটে কোনো বিল পাশের ক্ষেত্রে ‘টাইব্রেকিং’ ভোট দিয়েছেন। খবর এপির।


এপি জানিয়েছে, বুধবার (১২ জুলাই) কামালা হ্যারিস ৩১তম বারের মতো টাইব্রেকিং ভোট হিসেবে নিজের ভোট প্রদান করেন। এর মধ্য দিয়ে ১৯১ বছরের রেকর্ডে ভাগ বসালেন তিনি।


মার্কিন সিনেটে সদস্য সংখ্যা ১০০ জন। বিশেষ প্রয়োজনে পদাধিকার বলে তিনি ভোট প্রদান করার অধিকার রয়েছে তার।


 কালপানা কোটাগালকে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের’ কমিশনার হিসেবে নিয়োগের জন্য ভোটাভুটি হয়। ভোটের ফলাফল পক্ষে বিপক্ষে সমান হলে ভোট দেন কামালা হ্যারিস। তার ভোটে পরই কমিশনার হিসেবে মনোনয়ন পেয়েছে কালপানা কোটাগাল। এর আগে, ১৮২৫ থেকে ১৮২৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জন সি. ক্যালহুন  টাইব্রেকিং ভোট দিয়েছিলেন সিনেটে।


 এ বিষয়ে কামালা হ্যারিস বলেন, ‘এটি একটি দারুণ মুহূর্ত এবং আমি মনে করি, এখনও করার অনেক কিছুই বাকি রয়েছে।’ 

 

ক্যালহুন ও কামালা উভয়ই আড়াই বছরে ৩১ বার টাইব্রেকিং ভোট দেন।


আরআই   



মন্তব্য
জেলার খবর