হ্যারিকে পেতে ক্লাবগুলোর দৌঁড়ঝাপ

রবি
১৪ জুলাই ২০২৩

বেশ ভালো সময় পার করছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত সিজনে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে নিয়মিত গোল করেছেন। গত সাত-আট মৌসুম ধরে ভালো খেলে আসছেন। এ জন্য প্রতিটি মৌসুম শেষেই তাকে দলে ভেড়াতে চায় ইউরোপের বড় ক্লাবগুলো।


এবারও তার ব্যাতিক্রম নয়। ইউরোপের তিন জায়ান্ট ক্লাব পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ তাকে  তবে প্রতিবারের মতো এবারও টটেনহ্যাম মালিক জানিয়ে দিয়েছে, তারা বিক্রি করতে চায় না কেইনকে।


তবুও হ্যারি পাওয়ার আশায় আছে ফরাসি ক্লাব পিএসজি। এ দিকে এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তাই আগে ভাগে তার বিকল্পের ব্যবস্থানকরতে মরিয়া ফরাসি এ ক্লাবটি।


খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম আরএমসি জানাচ্ছে, এরই মধ্যে ৮৫ মিলিয়ন পাউন্ড বা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে ফেলেছে পিএসজি। য়্যুভেন্তাসের ভ্লাহোভিচের প্রতি আগ্রহ কমিয়ে হ্যারি কেইনের বিষয়ে এরই মধ্যে টটেনহ্যামের সঙ্গে নাকি আলাপও শুরু করেছে লা প্যারিসিয়ানরা।


আরআই


মন্তব্য
জেলার খবর