অটোভ্যান খাদে,হতাহত মহিলাসহ ৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৩

null

পাবনার চাটমোহরে অটোভ্যান খাদে পড়ে একজন নিহত ও মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার( ১৩ জুলাই) সন্ধ্যার দিকে মথুরাপুর ইউনিয়নের উথুলী কাঠবাদামতলা এলাকায় পাবনা-চাটমোহর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হচ্ছে মথুরাপুর হাটখোলা এলাকার তাইজুল ইসলাম তাজু (৪৫)। আহতরা হচ্ছে তাজুর-ই স্ত্রী মাহমুদা খাতুন (৪০), অটোভ্যান চালক জামরুল ইসলাম (৪০), অটোভ্যানের যাত্রী মনছুর আলী (২৫), তার স্ত্রী সেফা খাতুন ( ২১) মুনছুর আলীর ছেলে সাদরাফ হোসেন ( )

এলাকাবাসী জানায়, দ্রুত গতিতে চলতে থাকা অটোভ্যানের চালক নিয়ন্ত্রণ হারায়, এতে উল্টে যায় আর সড়কের পাশে খাদে পড়ে ভ্যান। স্থানীয়রা চালকসহ যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহত তাজুকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল  নেওয়ার পথে মারা যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর