পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

০৯ মার্চ ২০২১

 

চট্টগ্রাম সংবাদদাতা

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে  শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুইজনের নাম- অভি সেন ও সুজন মিত্র। আহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পটিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মোটরসাইকেলযোগে ২নং সুচক্রদন্ডী এলাকা থেকে তিন যুবক পটিয়া কমলমুন্সির হাটের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর